কলিম উল্লাহ মিসবাহ ▪️
আজ ১৭ই অক্টোবর রবিবার দুপুর ১২টার দিকে পশ্চিম চাম্বল বাজারস্থ পূজা মণ্ডপ ও নাপোড়া মন্দিররস্থ পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের সভাপতি ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি, দক্ষিণ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অংগসংঠনের নেতৃবৃন্দ।
এসময় আগত অতিথিগণ দুর্বৃত্তদের হামলায় ভাংচুর হওয়া স্থান সমূহ পরিদর্শন করে হামলা কারীদের তীব্র সমালোচনা করে এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি প্রদান করেন।