বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভা গত মঙ্গলবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি শহিদুল ইসলাম মিজান , অতিরিক্ত সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ , কোষাধ্যক্ষ প্রদীপ গুহ , যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া , সদস্য বিটুরাজ বড়ুয়া , মো . মামুনু , নাঈম উদ্দীন মাহফুজ , মো . লোকমান প্রমুখ । সভায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে ভলিবল ও ব্যাটমিন্টন লীগ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় । এই খেলা পরিচালনায় সংস্থার সভাপতি ইউএনও সাইদুজ্জামান চৌধুরীকে আহবায়ক ও অতিরিক্ত সাধারণ সম্পাদক হামিদ উল্লাহকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয় ।
(বিজ্ঞপ্তি)