Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন যাঁরা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এর আনুষ্ঠানিক ডামাডোল এর শুরু হল ৯ মে থেকে । ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাঁশখালী হতে মোট ১৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ | চেয়ারম্যান পদপ্রার্থী

নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে শেখ ফখরুদ্দিন, খোরশেদ আলম, মোজাম্মেল হক শিকদার, এমরানুল হক, জাহিদুল হক চৌধুরী মার্শাল।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা কারী প্রার্থীগণ

ভাইস চেয়ারম্যান পদে আকতার হোসাইন , আরিফুজ্জামান আরিফ, ইমরুল হক চৌধুরী ফাহিম, আরিফুর রহমান সুজন, ওসমান গণী, এম এ মালেক (মানিক)

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আক্তার কাজমী, ইয়ামুন নাহার, নুরী মন আক্তার বৃহস্পতিবার (৯ মে) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মনোনয়ন জমা দেন।

উল্লেখ্য আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে এবং ভোটগ্রহণ হবে ৫ জুন

আরও পড়ুন  শোকদিবসে মানবিক উন্নয়ন সংস্থা জি.বি'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ