আসন্ন বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইনের নৌকা প্রতীকের সমর্থনে মিছিল ও পথসভা করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে এই মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক দিদারুল আলম, নাট্য বিষয়ক উপ-সম্পাদক আব্দুস সবুর, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন মামুন, মহিউদ্দিন, রিয়াজ, শামীম, পৌরসভা ছাত্রলীগ নেতা শুভ জিৎ, শহিদ, রাকিব, জোনায়েদ প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)