শায়েখ সাইফুল আজম বাবর আল-আজহারীর পক্ষ থেকে এবং সার্বিক সহযোগিতায় সবুজ গম্বুজ পেইজ ব্যবস্থাপনায় ১০০ এর বেশি প্রান্তিক মানুষের মাঝে রমজানের তোহফা বিতরণ এবং ইফতার সফলভাবে সম্পন্ন হয়েছে ।
শুক্রবার বিকালে কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান চাঁদপুর বাজার ,আলম অটো রাইচ মিল সংলগ্ন মাঠে শুরু হয়। উপস্থিত ছিলেন মাওলানা সেলিমুল হক চৌ,বোরহান উদ্দীন এম নেওয়াজ,তৌহিদুল আলম ,সাহাব উদ্দীন চৌ,ইউপি সদস্য সিরাজুল হক ,জালাল বিন আরিফ,জানে আলম ,জমির উদ্দীন ,ইমরান হোসাইন,রফিক আহমেদ,মোহাম্মদ সাকিবস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। তোহফা বিতরণ এবং ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী ছিলেন শহিদুল ইসলাম । শত ব্যস্ততার মাঝেও শায়েখ ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে দোয়াও মুনাজাত পরিচালনা করেন ।তিনি সবাইকে এমন উদোগ্যে জন্য ধন্যবাদ জানান এবং সাধ্যমত নিজ নিজ এলাকার অসহায়দের মাঝে রমজান উপহার পৌছে দেওয়ার আহব্বান জানান ।