Search
Close this search box.
Search
Close this search box.

সাবেক চেয়াম্যানের সাথে পূজা কমিটি সৌজন্যে সাক্ষাৎ

মোহাম্মদ জাবেদ হাসান অমি▪️
১নং পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুলাতুলী বণিক পাড়া পূজা কমিটি ও নাটমুড়া সার্বজনিন পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।উক্ত সময় তারা পূজার নানাদিক নিয়ে আলোচনা করেন।

দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।

পূজার আগে খড়-মাটি দিয়ে প্রতিমা তৈরি করে তাতে কাঞ্চনবর্ণের রং লাগানো হয়। অতীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িসহ আরও কয়েকটি সম্পন্ন পরিবার প্রতিমায় দামি শাড়ি, এমনকি সোনার গহনা পর্যন্ত পরাত এবং তৎসহ প্রতিমা বিসর্জন দিত। বাংলাদেশের সর্বত্রই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কেউ ব্যক্তিগতভাবে করে, কেউবা সমষ্টিগতভাবে। সমষ্টিগত পূজাকে বলা হয় বারোয়ারি বা সর্বজনীন দুর্গোৎসব।

করোনার কারণে গত বছর দেশে জনসমাগম বন্ধ করতে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ছিল। এই বছর সবকিছু ইন্মুক্ত। স্বাধীনভাবে তারা পূজা উদযাপন করবে। সেই দিক বিবেচনা করে তারা জম-জমাট আয়োজন করেন দূর্গা পূজার।

আরও পড়ুন  স্বপ্নচূড়া১৫'র ইফতার মাহফিল সম্পন্ন