চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে মো. দুলাল (৫০), হাতি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে রেহেনা আক্তার (৩৮), নামে স্থানীয় দুই বাসিন্দার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার গুয়াপঞ্চক ও বৈরাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বৈরাগ ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) গুয়াপঞ্চক গ্রামের শাহ আহম্মদ বাড়ির ও একই ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) খোশাল তালুকদারের বাড়ির বাসিন্দা বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী মো ইদ্রিস মিয়া জানায়, রাত ৯টার দিকে একটি হাতির পাল গুয়াপঞ্চক এলাকায় ঘুরাফিরা করতে দেখা যায় । এক সময় হাতিগুলো মো. দুলাল নামে ঐচকৃষকে সামনে পেয়ে শুঁড়ে পেঁচিয়ে দুরে ছুড়ে ফেলেন। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই মৃত্যু হয়।
ওখান থেকে হাতিগুলো হেটে হেটে বৈরাগ খোশাল গ্রামের তালুকদার বাড়ি এলাকায় গেলে রাত ১টার দিকে রেহেনা আক্তার নামে ঐ গৃহবধূ মাথা ঘুরে পড়ে যান। পরে তাঁকে নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে রাতে এবং ভোরে হাতিরপাল লোকালয়ে চলে এসে খাবারের জন্য বিভিন্ন গ্রামে হানা দেয়। এ যাবত বন্যহাতির আক্রমণ প্রায় ১৫ জন লোক মারা গিয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, সরকারি সিদ্বান্ত মোতাবেক হাতির আক্রমণে নিহত ব্যক্তিকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020