নতুন বছরের প্রথম দিন থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা প্রদান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে শুরু হবে। একই সঙ্গে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা ও উপজেলার শিক্ষকদের ইএফটি পদ্ধতিতে সফলভাবে বেতন প্রদান করা হয়েছে।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনও উদ্বোধন করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব বই আপলোডের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ইএফটি পদ্ধতি ও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা হবে। এ সময় ইএমআইএস সেলের প্রতিনিধিরা কার্যক্রমের বিবরণ উপস্থাপন করবেন এবং সুবিধাভোগী শিক্ষকরা তাদের মতামত জানাবেন।
গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপদেষ্টার সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করীম।