২৮ মে ২০২২খ্রি: কথাসাহিত্যিক রাজনীতিবিদ, সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য প্রফেসর আসহাব উদ্দীন আহমদ এর ২৮ তম মৃত্যু বার্ষিকী। অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনার সময় ৫২ এর ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। এ সময় তিনি পূর্ববঙ্গ বেসরকারী শিক্ষক সমিতির মুখপত্র “দি টিচার” প্রত্রিকার সম্পাদনা, কুমিল্লায় প্রগতি মজলিস গঠন, পূর্ববঙ্গ সাহিত্য সম্মেলনের সংগঠক ছিলেন।
১৯৫৪ সালে বাঁশখালী থেকে যুক্তফ্রন্টের প্রার্থী হিসাবে এম.পি.এ নির্বাচিত হন। ১৯৫৫ সালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ১৯৫৭ সালে আওয়ামীলীগের বিভক্তি এলে মাওলানা ভাসানিীর নেতৃত্বে ন্যাপ গঠন। পরবর্তীতে কৃষক সমিতি, চাষী মুক্তি সমিতি, বাংলাদেশের সাম্যবাদী দল প্রভৃতি সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজতান্ত্রিক ও বিপ্লবী ধারার রাজনীতিতে যুক্ত ছিলেন।
তিনি সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, বাঁশখালী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর লেখা বই: আসহাব উদ্দীন আহমদ রচনা সমগ্র (তিন খন্ড), বোকামিয়ার ইতিকথা, আসহাব উদ্দীন আহমদ সেরা রম্য রচনা উল্লেখযোগ্য।
২৭ মে তার স্মরনে বাঁশখালী আদালত সড়কে অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ স্মৃতি পাঠাগারের উদ্যেগে এক আলোচনা সভা ও কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণী সভা শিক্ষক অমৃত কারনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপাধ্যক্ষ বশির উদ্দীন কনক, অধ্যাপক মো: লুৎফর রহমান ব্যাংকার সুজন রায় চৌধুরী, এ্যানি চৌধুরী, পলক প্রমুখ বক্তব্য রাখেন।