Search
Close this search box.
Search
Close this search box.

সাধনপুরে ১১ হত্যাকান্ডের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

সাধনপুর ১১ হত্যাকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী’র সহায়তা বিতরণ অদ্য সার্কিট হাউসে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক মেয়র আ.জ.ম. নাছিরউদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সাধনপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল-সহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১১ হত্যাকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ৩ সদস্যকে মানননীয় প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা করে ৪৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

২০০৩ সালের ১৮ নভেম্বর সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর শীল পাড়াস্হ তেজেন্দ্র শীলের বাড়ীতে রাত ১২.৩০ টায় একদল ডাকাত প্রবেশ করে।
ডাকাতদল ডাকাতি করতে না পেরে গান পাউডার দিয়ে পুড়িয়ে বাড়ীর ১১ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে।

এ নারকীয় হত্যাকান্ডে ৪ দিন বয়সী শিশু কার্ত্তিক শীল, স্কুল ছাত্রী, বয়স্ক নারী-পুরুষ কেউ রক্ষা পায় নি।

আরও পড়ুন  গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন আয়মান-মুনজেরিন