Search
Close this search box.
Search
Close this search box.

পুঁইছড়ি সরলিয়া বাজারের মানুষের দুর্ভোগ লাগব

পুঁইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজারে বর্ষা আসতে না আসতে রাস্তার পাশে অবৈধভাবে বাঁধ তৈরি করার ফলে বৃষ্টির পানিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।রাস্তার উপর পানি জমিয়ে সেখানে হাজার হাজার নিরিহ সাধারণ পথচারী থেকে শুরু করে নারী, শিশু, বৃদ্ধা ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে চলাচল করতে সমস্যা হয়। রাস্তার ছবি ও সমস্যা নিয়ে পুঁইছড়ীর সন্তান লায়ন আমিরুল হক কায়েস ফেইসবুকে একটা পোষ্ট দিয়েছেন। সেটি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরীর নজরে আসলে আজ র‌বিবার (৬ জুন) বিকা‌লে সরেজমিনে পরিদর্শন করে অবৈধভাবে নির্মাণ করা বাঁধ কেটে রাস্তায় জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা করেন। জনগ‌ণের দুঃখ লাঘ‌বে এ সময় উপজেলা ইঞ্জিনিয়ারকে সরেজমিন পরিদর্শন করে দ্রুত ড্রেন নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করতে বলা হয়। উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গা‌লিব সাদলী উপ‌জেলা প্রকল্প বাস্তবায়নে উপজেলা পরিষদ হতে অর্থ প্রদানের আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে কেউ রাস্তার পাশে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  একজন খ্যাতিমান অধ্যাপক চৌধুরী স্যারের ৬৬তম জন্মদিনে