চট্টগ্রামের বাঁশখালীr শীলকূপের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মাবিয়া বাপের বাড়ীতে একই পুকুরে ডুবে ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫) নামে দুই শিশুকন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওয়াজিফা বেগম স্থানীয় আবু ছালেকের কন্যা এবং অপর শিশু মারিয়া আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু দুটি সব সময় এক সাথে থাকত, খেলত।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে একই পুকুরে শিশু দুটি সম্ভবত পানি নিয়ে খেলতে নামলে পা পিছলে পড়ে গেলে আর উঠতে পারেনি। দুপুর ১২টা নাগাদ মারিয়ার মা পুকুরে ভেসে থাকা নিজ কন্যাকে দেখে চিৎকার করলে সবাই জড়ো হয়ে উদ্ধার করে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এই নিয়ে স্থানীয় ইউপি সদস্য রাশেদ নূরী জানান পুকুরে খেলতে গিয়ে সকলের অগোচরে প্রাণ হারান এই দুই শিশু। জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।