বাঁশখালী ক্রিকেট একাডেমির আয়োজনে ও অত্র একাডেমির চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এবং পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত তহবিল হতে প্রতিবছরের মত পবিত্র রমজান উপলক্ষে ও করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত উপজেলার সর্বস্ত ইউনিয়নে সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালম মিয়াজি,সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, সাংবাদিক কল্যান বড়ুয়া মুক্তা,সাংবাদিক শফিউল্লাহ, সাংবাদিক আব্দু জব্বার,বাঁশখালী থানার পুলিশের এসআই মোঃ মিজান,পরিমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী নুরুল হুদা,সাংবাদিক আনোয়ার,বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ ও সাংবাদিক মোহাম্মদ এরশাদসহ বিভিন্ন পিন্টমিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির ছাত্র বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ধাপের লকডাউন। বন্ধ আছে মানুষের উপার্জন। পবিত্র রমজান মাসে এই দুঃসময়ে গরিব মানুষেরা যেনো একটু হাসি মুখে সেহেরি ও ইফতার করতে পারে এমন প্রচেষ্টা প্রশংসনীয়। বাঁশখালী ক্রিকেট একাডেমির সফলতা কামনা করছি।