Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৫ আগষ্ট (রবিবার) সকাল ১০ টায় বাঁশখালী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির, বাঁশখালী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার ওসি তদন্ত আজিজুল হক,বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকতা আবুল কালাম মিয়াঝী, বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল কোরা ফারা সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্ধ।

শোক দিবসের কর্মসূচি হিসাবে ছিল খতমে কুরআন ও মোনাজাত, বৃক্ষরোপণ কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

আরও পড়ুন  মোজাম্বিকে জাতীয় শোক দিবস পালিত