Search
Close this search box.
Search
Close this search box.

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ছাত্রলীগ কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। রোববার (৪ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষার্থীর নাম মারুফুল ইসলাম শাকিল।  তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাখার উপগ্রুপ বাংলার মুখের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাসা চট্টগ্রামের চৌধুরীর হাট এলাকায়।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ থেকে জানা যায়, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। তিনি ভয় দেখিয়ে সম্পর্কে জড়াতে বাধ্য করেন। ভুক্তভোগী যতবার সম্পর্ক থেকে বের হয়ে আসতে চেয়েছেন, ততবার অভিযুক্ত শাকিল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এ ছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। শাকিল আরও অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত এবং তাদের থেকেও ছবি ও ভিডিও নিয়ে শারীরিক সম্পর্ক করেন। বর্তমানে তিনি ভুক্তভোগীকে সামাজিকভাবে হেনস্তা করার হুমকি দিচ্ছেন।

আরও পড়ুন  বিএনপি-জামায়াত সংঘর্ষ