Search
Close this search box.
Search
Close this search box.

সাতক্ষীরায় ট্রাক চাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরার শিল্পনগরী বিসিক এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

এসআই বিশ্বজিৎ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা

করা হচ্ছে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন  বাগেরহাটে বিএনপি নেতা হত্যায় হয়নি মামলা