Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত পূজা মন্ডপ পরিদর্শনে পার্থ সারথি চৌধুরী

চৌদ্দ অক্টোবর, বৃহস্পতিবার দিবাগত রাত বারটায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল,নাপোড়া ও বাঁশখালী সদরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা মণ্ডপে সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের খবর পেয়ে বাঁশখালী সদরে পৌঁছে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ান সিবিআইএফ চট্টগ্রাম জেলা সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। বাঁশখালী সদরে পৌঁছে বাঁশখালীর মাননীয় সাংসদ,সনাতনী সম্প্রদায়ের পরম বন্ধু জননেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী ,বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরীর সাথে আলোচনাপূর্বক সনাতনী সম্প্রদায়ের মঠ মন্দির সহ জানমাল রক্ষায় কর্মপন্থা নির্ধারণ শেষে তিনি বাঁশখালী উপজেলা হাসপাতালে সাম্প্রদায়িক হামলায় আহতদের দেখতে যান,সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ- সিবিআইএফ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের  পক্ষ থেকে আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন,সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোরভাবে প্রতিরোধ করার আহ্বান জানান এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
রাত তিনটা পর্যন্ত তিনি বাঁশখালী সদরে অবস্থান করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: মকছুদ মাসুদ,বাঁশখালী পৌরসভা আওয়ামী যুবলীগ আহ্বায়ক যার সাহসী ভৃমিকায় বাঁশখালি সদর থেকে সাম্প্রদায়িক শক্তি পালিয়ে যেতে বাধ্য হয় যুবনেতা হামিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী ও এডভোকেট উত্তম কারণ,চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু পরিষদ সভাপতি বিকাশ কান্তি দাশ,সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ সহ সভাপতি মোহাম্মদ আশমগীর ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাইফু।

আরও পড়ুন  বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন