এম বোরহান উদ্দিন টিপু▪️
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির ৩২ নং বাড়িতে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। তখন শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র । মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’
এই উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও মহিলা যুবলীগ কতৃক আয়োজিত বাঁশখালী আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে কেক কাটে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাঁশখালী আওয়ামী যুবলীগের সভাপতি ও ৪নং বাহারচরা ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম এর সঞ্চলনায় এবং ২নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কপিল উদ্দীন, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের নেতৃবৃন্দ।এসময়ে বক্তারা, শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করেন।