০৩-১২-২০২১ইং রোজ শুক্রবার মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব চাঁপাছড়ী ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ হারুন-অর-রশিদ,কর্মকর্তা; আবুল খায়ের ইন্ডাস্ট্রি কোং লিমিটেড।প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন সুন্নী জগতের নয়নমণি, উদীয়মান তরুন বক্তা শায়খ মাওলানা সোলাইমান আলী রজভী, প্রতিষ্ঠাতা; আল-আজহার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসাবে তকরির পেশ করেন আলহাজ্ব মাওলানা দিদারে আলম নূরী, আরবি প্রভাষক; পশ্চিম চাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, চট্টগ্রাম।বিশেষ আলোচক হিসেবে তকরির পেশ করেন মাওলানা জসীম উদ্দীন সিদ্দিকী, দাওয়াতে খায়ের সম্পাদক; গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা (উত্তর) শাখা,আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক আলকাদেরী,খতিব; পূর্ব চাঁপাছড়ী ভাঙ্গা জামে মসজিদ। মাওলানা মাহমুদুল ইসলাম সাহেব, খতিব; পূর্ব চাঁপাছড়ী আব্দুস সালাম তালুকদার জামে মসজিদ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জনাব আব্দুল করিম মজুমদার, উপদেষ্টা ; গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব চাঁপাছড়ী ৯নং ওয়ার্ড শাখা।আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা এবং ছাত্র সেনার নেতৃবৃন্দ।উক্ত মাহফিলে বক্তারা কুরআন ও হাদিসের আলোকে সুন্দর ভাবে বয়ান করেন এবং গাউসিয়া কমিটি বাংলাদেশে বিভিন্ন অবদান তুলে ধরেন।পরিশেষে মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।