Search
Close this search box.
Search
Close this search box.

মোজাম্বিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় উৎসব পালিত

মোজাম্বিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় উৎসব পালিত

স্বাধীনতার ৫০ তম সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মোজাম্বিক আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের সমন্বয়ে গঠিত মোজাম্বিক আওয়ামী সকল মুজিব প্রেমীদের আয়োজনে আফ্রিকার দেশ মোজাম্বিকের নামপুলা প্রভিন্সে  অনুষ্ঠিত হয়। উক্ত বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা
জনাব নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোলেমান বাদশা, জমির উদ্দিন সোহেল, জনাব মফিজুর রহমান, জনাব আরিফ গিয়াস, নুর মোহাম্মদ (নুর), মোরশেদ মিশু । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাসেম। এতে সভাপতিত্ব করেন জনাব জসিম উদ্দিন। উপস্থাপনায় ছিলেন জনাব জিকু সিকদার। সমাবেশে আরো উপস্থিত ছিলেন মকুবা, মিলান্জি, গুরুয়ে, গুরুন্গুসা, বেইরা,পেবান এবং বিভিন্ন প্রবিন্সের আওয়ামী মুজিব সৈনিকগণ। (বিজ্ঞপ্তি)

আরও পড়ুন  চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে সরলে ত্রাণ বিতরণ