Search
Close this search box.
Search
Close this search box.

ঢাবি ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক হলেন বাঁশখালীর হাসান সাঈদী

ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক হলেন বাঁশখালীর সন্তান মোঃআবুল হাছান সাঈদী। শুক্রবার (২ ডিসেম্বর ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে মনোনীত করা হয়।চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে ও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ডেলটা প্লান-২১০০ বাস্তবায়নের লক্ষ্য পূরণ ও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অগ্রযাত্রার সারথী হওয়ায় আপনাকে অভিনন্দন। উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে আপনার এই পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ,নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক পদে মনোনীত করা হলো।এক প্রতিক্রিয়ায় মিস্টার হাসান বাঁশখালী এক্সপ্রেসকে জানান, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি পিচফুল মেডিয়েটর খ্যাত বিশ্ববন্ধু জাতিরজনক শেখ মুজিবুর রহমানের তারুণ্যের উচ্ছ্বাসের নিজ হাতে গড়া সংগঠন, যে সংগঠনটি নিশান উড়িয়েছে দিক বিদিক,ঐক্যের মশাল জ্বালিয়েছে শিক্ষাঙ্গনে,আগামীর প্রজন্মের স্বপ্নের, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে দেশরত্নের ভিশন বাস্তবায়নের অগ্রসৈনিক,আনন্দ, বেদনা,মিলন-বিরহ, ত্যাগ ও তিতিক্ষার সংগঠন,ছাত্রসমাজের প্রজ্জ্বলিত গৌরব,উচ্ছাকাঙ্কার আশ্রয়স্থল, শিক্ষাঙ্গন থেকে মৌলবাদ,সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা গুড়িয়ে দিয়ে শিক্ষা, শান্তি ও প্রগতির ডানা মেলে দিয়েছে যে সংগঠন সে সংগঠনের গৌরবজ্জ্বল ইতিহাসের গর্বিত অংশীদার,মৌলবাদ ও সন্ত্রাস বিরোধী ক্যান্টনমেন্ট, বুলেট কিংবা কবিতার ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগের,ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদকে মনোনীত করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে,মুক্তিযুদ্ধের সোনার বাংলা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে ইন্টেলেকচুয়াল পলিসি পলিটিক্সের মাধ্যমে দেশরত্নের ভিশন-২০৪১ বাস্তবয়ায়নে জাতিরজনকের আইডোলজি বুকে ধারণ করে, দেশমাতৃকার ইকোনোমিকাল ও ডেমুক্রেটিক ফ্রিডম, সাংস্কৃতিক ট্রাডিশন রক্ষা,অসাম্প্রদায়িক সমাজ বিনির্মান, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ গড়ার জন্য কাজ করার জন্য নিজেকে সঁপে দিবো।মৌলবাদ ও দেশমাতৃকা নিশ্চিহ্নের অপচেষ্টাকারীদের বিরুদ্দে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জোরালো কন্ঠ বরাবরের ন্যায় অব্যাহত থাকবে।

আরও পড়ুন  বাঁশখালীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন