“সেইদিনগুলো পিছু ডাকে,
সৃতিগুলো রঙের ছবি আঁকে”
এই শ্লোগানে আগামী ৩০শে জুন ২০২৩ খ্রি রোজ শুক্রবার,ঈদ উল আযহা উপলক্ষে বাশঁখালী এস,এস,সি ১৯৯৫ ব্যাচ ঈদ পূর্ণ মিলনী, বাশঁখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বৈলছডী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে বাঁশকখালীর সকল স্কুলের এসএসসি ৯৫ ব্যাচের সকল বন্ধুদের আমন্ত্রন জানিয়েছেন সংগঠনের আহবায়ক বাবলু কুমার দেব।
অনুষ্ঠান সূচী :১)সকাল ১০ টা – ১০.৩০টা -পবিএ কোরআন তেলাওয়াত /গীতা পাঠ /এিপিঠক পাঠ/ বাইবেল পাঠ
২)১০.৩০টা-১০.৪৫ টা : অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ও শুভ সূচনা
৩) ১০.৪৫- ১১.০০ টা : জাতীয় সংগীত
৪)১১.০০ টা – ১২.৩০ টা : পরিচিতি ও সৃতিচারণ
৫) ১২.৩০ টা – ১.৩০ টা : জুম্মা নামজা বিরতি
৬) ১.৩০টা- ২.৩০ টা : মধ্যাহ্ন ভোজ
৭) ২.৩০টা-৫.০০ টা : সাংস্কৃতিক অনুষ্ঠান
৮) ৫.০০টা – ৫.১৫ টা : বিকালের নাস্তা ও সমাপ্তি ঘোষণা।