Search
Close this search box.
Search
Close this search box.

বিভিন্ন হাসপাতালে রোগীদের মাঝে ইসলামী যুব আন্দোলনের ইফতারী বিতরণ

বিভিন্ন হাসপাতালে রোগীদের মাঝে ইসলামী যুব আন্দোলনের ইফতারী বিতরণ করে ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ শাখা

অদ্য ৮ই মে রোজ শনিবার বাদে অাছর ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন হাসপাতালে রোগী এবং খেদমতে (সাথে) থাকা স্বজনদের মাঝে ইফতার বিতরণ করে।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ সভাপতি মাস্টার আবু ফাইজাহ’র নেতৃত্বে (চট্টগ্রাম) আনোয়ারা সরকারি হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকায় এবং সাধারণ সম্পাদক এম.মোবারক হোছাইন আসিফ এর নেতৃত্বে বাঁশখালী সরকারি হাসপাতাল ও উপজেলা সদরে ইফতার বিতরণ করা হয়।

দু’টিমে এই ইফতার বিতরণ কর্মসূচিতে সাথে ছিলেন যুগ্ম সম্পাদক মাওলানা এহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও.অামান উল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাও. হিফজুর রহমান, প্রচার সম্পাদক মাও. মুহাম্মদ জাহাঙ্গীর, অাইন সম্পাদক এম. মহিউদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক মাও. কাজী আবেদুর রহমান, , বাঁশখালী উপজেলার যুব নেতা হাফেজ মাও তৌহিদ উল্লাহ, অানোয়ারা উপজেলা যুবনেতা মাও.অাহমাদুল্লাহ, ছাত্রনেতা সরওয়ার হোসাইন, আতাউল্লাহ ইয়াসিন প্রমুখ নেতৃবৃন্দ।

শাখা সভাপতি মাস্টার অাবু ফাইজা মাহে রমজানের শিক্ষা ত্যাগ ও সহানুভূতি সবািকে চর্চা ও রোজাদারদের উৎসাহিত করতে সর্বস্তরের জনসাধারণকে অাহ্বান করেন।

আরও পড়ুন  পুকুরিয়াতে কমিউনিটিতে ন্যায়বিচারের প্রবেশাধিকার অবহিতকরণ সভা