বোরহান উদ্দিন টিপু ▪️
৪নং বাহারছড়া ইউনিয়নের বাহারছড়া গ্রামের ২নং ওয়ার্ডে আশরাফ আলী সড়ক।এই সড়ক দিয়ে প্রতিনিয়ত অনেক মানুষের চলাফেরা।এটি বাহারছড়া অন্যতম সড়ক বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। আশরাফ আলী সড়ক নির্মাণ করা হয়েছিল তৎকালীন চেয়ারম্যান মরহুম এ্যাড. ইলিয়াস থাকাকালীন।এই সড়কের জন্য বরাদ্দ আসলেই যথাযত কোন কাজ হয়নি বলে জানান এলাকাবাসী। বাহারছড়া রত্নপুর গ্রামের হাজার মানুষের চলাচলের অন্যতম প্রধান এই সড়ক এক প্রকার বেহাল অবস্থায় পড়ে আছে।হাজার মানুষের চলাচলের এই সড়ক ব্যবহারকারী মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ যেখানে উন্নয়নের মহাসড়কে ঠিক সেই এমন সময়ে গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় মেনে যায়না ? বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য আরিফুজ্জামান আরিফ, বাঁশখালী এক্সপ্রেসকে জানান, স্থানীয় জনপ্রনিধির উদাসিনতার কারনে সড়কটি বছরের পর বছর নাজুক অবস্থায় পড়ে আছে। যার খেসারত দিচ্ছে হাজার হাজার মানুষ।শেখ হাসিনার সরকারের উন্নয়নের এই মহাযজ্ঞে যা সত্যি অকল্পনীয়। তাই এলাকাবাসীর পক্ষে অনতিবিলম্বে এই সড়কের কাজ শুরু করার জোর দাবী জানাচ্ছি। আশরাফ আলী সড়ক অতি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে তুলার জোর দাবি জানান এলাকাবাসী।