Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীর টাইম বাজারে ফুলকলির আউটলেট উদ্বোধন

বাঁশখালীর অন্যতম বানিজ্যিক প্রাণকেন্দ্র, এসএস পাওয়ার প্ল্যান্ট ও ইকোপার্ক সংযোগ পয়েন্ট টাইম বাজারের শামীম সেন্টারে শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলির আউটলেট।

বাঁশখালীতে ফুলকলির আউটলেট উদ্বোধন

ফুলকলির টাইমবাজারস্থ এই আউটলেটের সত্ত্বাধিকারী আবদুল মাবুদ জানান, সুইট, স্পেশাল সুইট, ড্রাই সুইট, স্নেকস, গ্যালারি আইটেম, ডি কেক, রুটি ক্যাটাগরিতে প্রায় দুই শতাধিক খাদ্য সামগ্রী আছে ফুলকলির ব্যবস্থাপনায়। নিত্য চাহিদার খাবার সমুহছাড়া ফুলকলির উৎপাদিত তালিকাভুক্ত চাহিদা সাপেক্ষে যেকোন অনুষ্ঠান, আয়োজনের জন্য সরবরাহ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উক্ত আউটলেট উদ্বোধন করেন ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিস জিএম : এমএ সবুর, শীলকুপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরি,
টাইম বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মো. সুলতান ও মিজান সিকদার, শীলকুপ ইউনিয়ন বিএনপির সভাপতি, ডা. ইউনুস, সম্মানিত শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, বাবুল দত্ত, গিয়াসউদ্দিন, একই ইউনিয়নের জামায়াত ইসলামির সেক্রেটারি রবিউল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  রজায়ী এন্টারপ্রাইজ চট্টগ্রাম শাখার শুভ উদ্বোধন