• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল এইচআইটি ফাউন্ডেশনের বাঁশখালী শাখার সাংগঠনিক সম্পাদক হলেন সাহেদুল ইসলাম চৌধুরী (মুসলিম) কাথরিয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে গৃহবধূ নিহত বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বদ্দা এক্কানা চালাই চাই বলে মোটর সাইকেল নিয়ে উদাও

রিপোর্টার নাম: / ২২ শেয়ার
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

দরদাম ঠিক হয় মোটর সাইকেল বিক্রি হবে ৬৫ হাজার টাকায়। এরপর ক্রেতা বিক্রেতাকে বলে একটু চালিয়ে দেখতে চাই। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চোখের সামনেই শাঁ শাঁ চালিয়ে অন্তর্ধান হয়ে যায় ক্রেতারূপি চোর। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ককর্ণফুলী উপজেলার উপজেলার মইজ্জার টেক এলাকায়। শুক্রবার সেই প্রতারককে নগরীর লালখান বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার ভুক্তভোগী গার্মেন্টসের সিকিউরিটি গার্ড পটিয়া কোলাগাঁও এলাকার রেজাউল করিম (৩৮) জানান ২৬ সেপ্টেম্বর পটিয়া উপজেলা থেকে একজন ক্রেতা আসেন আমার ১০০ সিসি চট্রমেট্রো হ-১৮-০১৭৮ মোটর বাইকটি কেনার জন্য। দরকষাকষির পর ৬৫ হাজার টাকায় বিক্রি করতে রাজি হই। এরপর দুই এক চক্কর চালিয়ে দেখতে চাইলে আমি তাঁকে চাবি দেই। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই সে বাইক নিয়ে উদাও! চারদিকে খোঁজ করে পরে থানায় মামলা করি। আজ পুলিশ সেই প্রতারক ও আমার বাইক উদ্ধার করতে সমর্থ হয়।

প্রতারক যেভাবে পুলিশের জালে : এর আগে ফোন কলে, বিভিন্ন মাধ্যম তার সাথে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছিলনা। পরে বন্ধুর মাধ্যমে ক্রেতা সেঁজে ঐ প্রতারকের সাথে দেখা করার দিনক্ষণ ঠিক করে চট্টগ্রামের লালখান বাজারের দেখা করার কথা ঠিক হয়। শুক্রবার পুলিশের সাহায্য নিয়ে হাতে নাতে ধরা হয় প্রতারক সাইফুল ইসলাম কে।

জানা যায়, প্রতারক সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৩৯)। নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়া পাড়া মাজার গলির আবু জাফরের বাড়িতে থেকে এভাবে প্রতারণা কাজ চালায় । তবে তার নিজ বাড়ি জেলা ফেনী জেলায় বলে জানান। নিজকে কখনো পটিয়া শান্তির হাট এলাকার ব্যবসায়ী পরিচিয় দেয়, কখনো নগরীতে চাকরি করে বলে।

পুলিশ জানায়, ৩ অক্টোবর রুজুকৃত মামলার সূত্র ধরে বাদির সহযোগীতায় প্রতারককে নগরীর লালখান বাজার এলাকা থেকে গ্রেফতারে সমর্থ হয় পুলিশ। সকালে আদালতে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে থানায় একটি মামলা হয়। পরে প্রতারককে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?