বাঁশখালী এক্সপ্রেস পরিবারের নির্বাহী সদস্য
জনাব মোহাম্মদ ফজলুল কাদের’র সম্মানিত পিতা জনাব মোহাম্মদ রফিক আহমদ আজ সকাল ৭.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। জনাব রফিক আহমদ গন্ডামারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের৷ রফিক আহমদের নতুন বাড়ির বাসীন্দা। আজ বিকাল ৫.৩০ ঘটিকায় নোয়া পাড়া মদিনাতুল জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাঁশখালী এক্সপ্রেসের প্রধান নির্বাহী জনাব রহিম সৈকত এক শোক বার্তায় জানান, ফজলুল ভাই বাঁশখালী এক্সপ্রেস পরিবারের একনিষ্ঠ সদস্য। বিগত দুই বছর ধরে ফজলুল ভাই ভূমিকা রেখে যাচ্ছেন এই পরিবারকে সমৃদ্ধ করার জন্য। আজ তার পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ চাচাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। বাঁশখালী এক্সপ্রেস পরিবার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।