Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকা আন্তঃ পুলিশ ফুটবল টিমে গন্ডামারার ইকবাল

কলিম উল্লাহ মিসবাহ ▪️
ঢাকা আন্তঃ পুলিশ ফুটবল টিমে খেলার সুযোগ পেয়েছে বাঁশখালীর উদীয়মান স্টাইকার ইকবাল।

বাঁশখালী তথা পুরো চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ ইকবালের বাড়ী বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের লালপুরি বাড়ীতে।

ইকবাল ঢাকা কল্লোল কিং স্টার ক্লাবের নিয়মিত খেলোয়াড়, সে ইতিপূর্বে চট্টগ্রাম জেলা টিমের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স এর মাধ্যমে নজর কেটেছে ক্রিড়া প্রেমিদের। এছাড়াও ইকবাল বাঁশখালী ফুটবল একাডেমির স্টাইকার হিসেবে সকলের পরিচিত মুখ।

ইকবাল জানান, ঢাকা আন্তঃ পুলিশ টিমের হয়ে খেলার সুযোগ পেয়ে সে অত্যন্ত আনন্দিত। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজ জন্মস্থান বাঁশখালী তথা চট্টগ্রামের জন্য সুনাম বয়ে আনব ইনশাআল্লাহ।

তার এই অর্জনে নিজ গ্রামের ক্রিড়া প্রেমিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন  ক্ষোভে, বঞ্চনায় ফুঁসছে গন্ডামারার ছাত্র-জনতা