• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল এইচআইটি ফাউন্ডেশনের বাঁশখালী শাখার সাংগঠনিক সম্পাদক হলেন সাহেদুল ইসলাম চৌধুরী (মুসলিম) কাথরিয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে গৃহবধূ নিহত বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ম্যাগাজিন

এক কর্ম – যজ্ঞ স্বপ্ন সারথি’ শিক্ষকের চিরবিদায়

রিপোর্টার নাম: / ৩০ শেয়ার
আপডেট: বুধবার, ১৪ জুলাই, ২০২১

দিনটি ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস। ১ম শ্রেণিতে মাত্র ভর্তি হই ।আামার দাদা মাষ্টার মাহফুজ স্যার সেদিন ক্লাস নিতে আসেন। স্যার ক্লাসে এসে কি যেন লিখতে বলেছিলেন। আমি সবার আগে ক্লাস ওয়ার্ক করে জমা দিয়ে দিই। স্যার ২০০ জন ছাত্র ছাত্রীর সামনে আমাকে দাড় করিয়ে পরিচয় করিয়ে দেয়। শিক্ষা জীবনের প্রথম দিকে স্যার আমাকে শতশত ছাত্র ছাত্রীর কাছে  হিরো বানিয়ে দেয়। নতুন ক্লাসে নতুন হিরো হয়ে গেছিলাম সেদিন।

সেই থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত ক্লাস রোল নং ১ দিয়ে শেষ হয়। ৩ য়,  ৪র্থ, শ্রেনীতে থানা শিক্ষা বৃত্তি পেলাম। এরপর মাধ্যমিক বিদ্যালয়ে এর ধারাবাহিকতা থাকে। যদিও রোল নং ০২ ছিল। ৬ ষষ্ঠ হতে ৯ ম শ্রেণী পর্যন্ত মেধাবৃত্তি পেলাম।  যার অনুপ্রেরণা সেই ১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাস। এসএসসির এ প্লাস, এইসএসসিতে বোর্ড প্লেস,  চমেকে পড়া,  সব কিছুর পিছনে সেই দিনটির অনুপ্রেরণা।
মেডিকেলে চান্স পাওয়ার পর স্যার নিজে আমাকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়।

গত ঈদুল ফিতরের সময় আইয়ুব চাচার বাসায় গিয়ে স্যারকে চিকিৎসা করার সুযোগ পেয়েছিলাম। জানি না স্যারকে তুষ্ট করতে পেরেছিলাম কিনা। কিছু দিন আগে স্যার সুস্থ থাকার সময় আমাকে ফোন দিয়ে অনুরোধ করেন ওনার চাচাতো ভাই বাঁশখালী মেডিকেলে ভর্তি। আমি যেন নিজে গিয়ে ওনার চিকিৎসা করি। আজ স্যার চলে গেলেন আমাদের ছেড়ে না ফেরার দেশে। আমার মত হাজারো ছাত্র – ছাত্রীর জীবন গড়ার কারিগর সবার প্রিয় মাহফুজ স্যার। স্যারকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমিন।

লেখক,
সহকারী সার্জন, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স,
৩৯ তম ব্যাচ (বিসিএস)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?