• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল এইচআইটি ফাউন্ডেশনের বাঁশখালী শাখার সাংগঠনিক সম্পাদক হলেন সাহেদুল ইসলাম চৌধুরী (মুসলিম) কাথরিয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে গৃহবধূ নিহত বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাঁশখালীতে হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

রিপোর্টার নাম: / ৪৪ শেয়ার
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪
হাতির আক্রমনে কিশোরে মৃত্যু

বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ী ৪নং ওয়ার্ডের এক নাম্বার গোদার পাড় সংলগ্ন লিচু বাগানে হাতির আক্রমণে সিবাগতুল্লাহ রিজবী (১৬) এক কিশোরের মৃত্যু হয়। ওই কিশোর বৈলছড়ী কুলিন পাড়া এলাকার মৃত তৈয়ব উল্লার পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ বুধবার (১মে) ভোর রাতে ২:৩০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত সিবাগতুল্লাহ বিগত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ী ৩ নং ওয়ার্ডের নুন্না পুকুর পাড় এলাকার বদি আলমের পুত্র মোঃ ছগিরের মুদির দোকানে চাকুরী করে। বুধবার রাত ২ টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে উৎসুক মানুষের সাথে দেখতে গেলে হাতির আক্রমণে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাব। সেখানে তার অবস্থা গুরুত্বর বিবেচনায় তাকে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃতু হয়।

সিবাগাতুল্লাহর মামাতো ভাই সাংবাদিক মিজান বিন তাহের বলেন, রাতে হাতির আক্রমনে আমার ভাই মারাত্মক ভাবে আহত হয়। আহত অবস্থায় সিএমসি হাসপাতালে প্রেরণ করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিবাগাতুল্লাহর প্রতিবেশী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তারিক মঈন বলেন, ছেলেটা পরিবারকে সাপোর্ট করার জন্য একটি মুদির দোকানে চাকরি করত। যতটুকু জানি হাতির আক্রমনে মৃত্যু হলে ভিকটিম এর পরিবার একটি ক্ষতিপূরণ পায়। ছেলেটিকে তো ফিরে পাওয়া যাবেনা। তার পরিবারকে যেন অর্থনৈতিক সাপোর্ট দেয়া হয়।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, রাত দুইটাকে হাতি আসার খবর শুনলে গ্রামবাসী তাঁদের ক্ষেত রক্ষা করার চেচামেচি করে হাতিকে সরিয়ে দেয়ার জন্য বের হয়। ছেলেটা উৎসুক হয়ে সেখানে যায়। রাতের অন্ধকারে হাতির সহজ শিকার হয়ে মারা গেল। এই ব্যাপারে রেঞ্জ অফিসকে অবহিত করেছি।

কালীপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, এমন মৃত্যু শুধু অপ্রত্যাশিত নয় পীড়াদায়ক ও বটে । নিয়মিত প্রচার প্রচারণা চালানোর পরেও হাতির কাছে গিয়ে মৃত্যুর শিকার কি বলব! মৃতের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ এর আবেদন করলে আমাদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?