Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্রসেনা ৩ নং রত্নপুর ওয়ার্ড (খ) শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আদর্শিক ও প্রশিক্ষিত কর্মীরাই আগামীর স্বনির্ভর জাতি গড়ার কারিগর। অদ্য ৫ নভেম্বর রোজ জুমাবার বিকাল ৩ টায় সমুদ্র সৈকতে ছাত্রসেনা ৩ নং রত্নপুর ওয়ার্ড (খ) শাখার সভাপতি মুহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মুহাম্মদ এহসানের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা ৪ নং বাহারচরা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, মুহাম্মদ হুমায়ন কবির। উদ্বোধক ছিলেন যুবনেতা আহমদুল্লাহ, প্রধান বক্তা ছাত্রসেনা ৪ নং বাহারচরা ইউনিয়ন শাখার সভাপতি, ছাত্রনেতা এইচ এম নেজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমানে হিংসাত্নক রাজনীতির প্রভাব ছড়িয়ে পড়েছে রন্দ্রে রন্দ্র।রাজনীতির নামে হানাহানি চলছে তেশজুড়ে।এহেন পরিস্থিতিতে ছাত্রসেনা আদর্শিক ও দক্ষ নাগরিক গড়ে তুলার প্রয়াস চালিয়ে যাচ্ছে সর্বদা।বক্তরা বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্ধগতি রোধ করে ক্রেতার ক্রয় ক্ষমতার ভিতরে আনার আহ্বান জানান।

এতে বিশেষ বক্তব্য হিসেবে উপস্থিত ছাত্রসেনা ৪ নং বাহারচরা ইউনিয়ন শাখার সহ-সাধারণ মুহাম্মদ আবু নাঈম,সৈয়দ মুহাম্মদ হালিম অর্থ সম্পাদক মুহাম্মদ তৈয়ব, প্রচার সম্পাদক মুহাম্মদ আতাউল হক চৌধুরী, ফোরকান সিকদার,রাকিবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন  সূর্য তরুণ ক্লাবের করোনা টিকা নিবন্ধন কর্মসুচি