• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল এইচআইটি ফাউন্ডেশনের বাঁশখালী শাখার সাংগঠনিক সম্পাদক হলেন সাহেদুল ইসলাম চৌধুরী (মুসলিম) কাথরিয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে গৃহবধূ নিহত বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাঁশখালী আলোকিত ক্লাবের ক্বেরাত ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি / ১৭ শেয়ার
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বাঁশখালীর সামাজিক সংগঠন আলোকিত ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কেরাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা ২২ই মার্চ,২০২৪ রোজ জুমাবার, পূর্ব বৈলগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সম্পন্ন হয়। প্রতিষ্টাতা সভাপতি হাফেজ মোঃ ইমরান রনির তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক : এম এ হান্নানের পরিচালনায় দুই অধিবেশনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ক্বেরাত প্রতিযোগি ও বিচারকবৃন্দ

সংগঠনের সভাপতি মো: বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় ১ম অধিবেশনে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো: আব্বাস উদ্দিন আহমেদ, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদ, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো: ফোরকান, আশিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রাশেদুল ইসলাম, শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: শাহাদাত হোসাইন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: এজাজুল হক।

ক্বেরাত পরিবেশন করছেন প্রতিযোগিরা

সংগঠনের সাবেক সভাপতি হাফেজ নুরুল কবিরের সভাপতিত্বে ও ইক্বরা মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক: মাওলানা হাফেজ শোয়াইব আমিনের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফ আলী চৌ: জামে মসজিদের খতিব, মাওলানা রাফিউল করিম বেলালি, পূর্ব বৈলগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা সিরাজুল হক, দারুল উলুম কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মো: মাওলানা ওবাইদুল্লাহ আল-বাকি, নদওয়াতুল ওলামা ইসলামাবাদ বালক-বালিকা মাদ্রাসার পরিচালক, মাওলানা রুহুল আমিন, বৈলগাঁও বাণীগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা বদিউল আলম, নূরানি আদর্শ তালিমুল কুরআন বোর্ড মাদ্রাসার পরিচালক মাওলানা উমর ফারুক, দারুত তাকওয়া হেফজখানার পরিচালক হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। এতে সংগঠনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্বেরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

ইসলামি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭ জন প্রতিযোগী, তার মধ্যে ১৫ জন কে বিজয়ী করা হয়। এবং ১ম স্থান অধিকার করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র: মোহাম্মদ শামসুত তাবরিজ। ২য় স্থান অধিকার করেন: পুকুরিয়া মুখলেছিয়া মাদ্রাসা ছাত্র,মোহাম্মদ ওয়ালিউল্লাহ ৩য় স্থান অধিকার করেন: পুকুরিয়া মুখলেছিয়া মাদ্রাসা ছাত্র, শফিক আহমদ।

কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ২৩ টি শিক্ষাপ্রতিষ্ঠােন র ৫৭ জন প্রতিযোগী, তার মধ্যে ১৫ জন কে বিজয়ী করা হয়। এবং ১ম স্থান অধিকার করেন: পুকুরিয়া মুখলেছিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ নাকিব। ২য় স্থান অধিকার করেন: পুকুরিয়া মুখলেছিয়া মাদ্রাসা ছাত্র, জাবেরুল হাসান।
৩য় স্থান অধিকার করেন: শাহ মজিদিয়া হিফজ ও এতিমখানা ছাত্র: আকিবুল ইসলাম সিফাত। যারা সার্বিক ভাবে সহযোগীতা করেছেন : অগ্রাণী ব্যাংকের উখিয়া মরিচ্যা শাখার ম্যানেজার ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বেলালুর রহমান। বৈলগাঁও বাণীগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন জনাব মোহাম্মদ আক্তার কামাল। বাশঁখালী আলোকিত ক্লাবের সাবেক সভাপতি মো: নুর উদ্দিন। ও মোহাম্মদ মনছুর। সবাইকে বাশঁখালী আলোকিত ক্লাবের পক্ষ থেকে জানিয়েছেন অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অনুষ্ঠানটি সমাপনী বক্তৃতার মাধ্যমে সমাপ্তি করেন বাশঁখালী আলোকিত ক্লাবের সাধারণ সম্পাদক এম এ হান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?